মুম্বই: বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর অবশেষে পাওয়া গেল৷ গতকাল ২১ অক্টোবর দীপিকা এবং রণভীরের বিয়ের দিন এল প্রকাশ্যে৷ সৌজন্য দীপিকার ট্যুইট৷ তবে বিয়ের কার্ডের মূল বক্তব্যের যে ছবি তিনি ট্যুইটারে পোস্ট করেছেন, তা দেখে যেমন অনেকে উচ্ছ্বসিত, তেমনই অনেকে কিন্তু ইতিমধ্যেই তাতে ভুলও ধরতে শুরু করেছে৷ শুরু হয়েছে ট্রোলও৷
ট্যুইটে হিন্দি এবং ইংরেজি দুটি কার্ডেরই ভিতরের চবি দিয়েছেন দীপিকা ৷ হিন্দি কার্ডটিতে বানান ভুল অনেকেরই নজর এড়ায়নি ৷ সেখানে দীপিকা-র পরিবর্তে দীপীকা লেখা হয়েছে ৷ এছাড়া কি এর জায়গায় কী লেখা ৷ বিয়ের দুটি তারিখ লেখাতেও কনফিউজনে পড়ে গিয়েছে অনেকে ৷
একজন তো বলেই দিয়েছে মজা করে, একদিন দীপিকা বিয়ে করবেন, পরের দিন বিয়ে করবে রণভীর৷ শুধু তাই নয়, রণভীর-দীপিকার সোশ্যাল মিডিয়া ম্যানেজারকেও চাকরি থেকে বের করার পরামর্শ দিয়েছে!
— Deepika Padukone (@deepikapadukone) October 21, 2018
প্রসঙ্গত, রবিবার বিকেলে ট্যুইট করে দীপিকা জানান আগামী ১৪ এবং ১৫ নভেম্বের হল সেই শুভ দিন যেখানে চার হাত এক হতে চলেছে ৷
এখানে লেখা রয়েছে, সকলের সঙ্গে এই খবর শেয়ার করতে পেরে তাঁরা খুবই খুশি ৷ দুজনের পরিবারের আশীর্বাদে আগামী ১৪ এবং ১৫ নভেম্বর বিয়ে করতে চলেছেন তাঁরা৷সেই সঙ্গে এও জানিয়েছেন, এত বছর ধরে সকলে যেভাবে তাঁদের ভালোবেসেছেন তাঁর জন্য তাঁরা কৃতজ্ঞ ৷ এবং তাঁদের নতুন সফরের জন্য সকলের থেকে আশীর্বাদও চেয়ে নিয়েছে তাঁরা ৷
// সুত্রঃ kolkata24x7//